বিইউজেইউ’র আত্মপ্রকাশ সভাপতি কামাল, মহাসচিব কলি
Published : ০২:১১, ১ জানুয়ারি ২০২৬
দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন চর্চা ও সাংবাদিক পেশার মর্যাদা রক্ষার লক্ষ্যে তরুণ গণমাধ্যমকর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন (বিইউজেইউ)।
বুধবার (৩১ ডিসেম্বর) অনলাইনে মাধ্যমে আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৭) ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে মো. কামাল হোসেন (আরটিভি) এবং মহাসচিব পদে নুরুন্নাহার চৌধুরী কলি (শেয়ার বিজ) ও সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন (যুগের চিন্তা) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে রুবাইয়াত রিক্তা (ঢাকা জার্নাল), মাহফুজ উদ্দিন খান (আরটিএনএন নিউজ), সহকারী মহাসচিব পদে মো. মোজাহিদুল ইসলাম নাঈম (ঢাকা টাইমস), মো. আজাদ হোসেন ফারুক (সময়ের আলো) শরিফুল বারী টুটুল দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ পদে হোসাইন নুর (নয়া দিগন্ত), দফতর সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন (কালের কণ্ঠ), প্রচার সম্পাদক পদে মো. সাইমুন আনাম সাজিদ (সোনালী নিউজ) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া, নির্বাহী সদস্য পদে ওমর ফারুক (বাংলাদেশ জার্নাল), সালেকুজ্জামান রাজিব (ব্রেকিং নিউজ), খালিদ আহমেদ (বাংলাবাজার পত্রিকা), জুয়েল রানা জনি (বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন।
বিডি/এএন



























