বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সংক্ষিপ্ত সফর সম্পন্ন করে দেশে ফিরে গেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মাত্র কয়েক ঘণ্টার এই সংক্ষিপ্ত সফরে তিনি খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা হস্তান্তর করেন।
ঢাকায় পৌঁছানোর পর জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকেও সমবেদনা জানান।
সংক্ষিপ্ত সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ও কুশল বিনিময় করেন। এছাড়া পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য কয়েকজন মন্ত্রীর সঙ্গেও কুশল বিনিময় করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্কর প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফরে এসেছেন। এই সফর খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানো এবং দুই দেশের অংশীদারিত্ব ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সৌজন্য প্রদর্শনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।




























