পরীক্ষায় ফেল কিম কার্দাশিয়ান

পরীক্ষায় ফেল কিম কার্দাশিয়ান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩১, ৩১ ডিসেম্বর ২০২৫

বছরের শেষ দিকে কিম কার্দাশিয়ান আবারও শোকের ছায়ায় ভুগছেন। দীর্ঘ সময় অভিনয় এবং আইন বিষয়ে পড়াশোনার চাপের মধ্যেই আইন পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর কিমের চোখে জল ধরে রাখতে পারেননি।

সাক্ষাৎকারে কিম সেই ব্যথার মুহূর্ত স্মরণ করে বলেছেন, “পরীক্ষা দেওয়ার সময় অনুভব করছিলাম, কিছু খারাপ ঘটতে পারে। আমি চেষ্টা করেছি সব উত্তর ভালোভাবে দিতে, তবুও আশা করছিলাম ফল ভালো হবে। বিকেল পাঁচটায় যখন ফল প্রকাশিত হলো, ভয়ের সত্যিই ঘটল।”

এই কঠিন সময়ের মধ্যে পাশে ছিলেন তাঁর মা ক্রিস জেনার, যিনি কিমকে সান্ত্বনা দেন। ক্রিস বোঝান, কিম সত্যিই কঠোর পরিশ্রম করেছেন এবং একই সঙ্গে একটি টিভি শো-এও কাজ করেছেন। অভিনয় এবং আইন একসঙ্গে সামলানো মোটেও সহজ কাজ নয়।

পরিবারের সান্ত্বনা ও নিজের অধ্যাবসায়ের মধ্য দিয়ে কিম নতুন বছরের শুরুতে মনোবল ধরে রাখার চেষ্টা করছেন, এবং ধীরে ধীরে আবার আগের মতো ইতিবাচক মনোভাব ফিরে পেয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement