সাবেক রাষ্ট্রদূত এনামুল কবির আর নেই

সাবেক রাষ্ট্রদূত এনামুল কবির আর নেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪৬, ১ জানুয়ারি ২০২৬

সাবেক রাষ্ট্রদূত এনামুল কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর প্রায় পৌনে ১টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া এলাকায় তাঁর নিজ গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে, নিজ মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এনামুল কবিরের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement