বছরের প্রথম ১২ দিনেই রেমিট্যান্স এলো ১.৪৬ বিলিয়ন টাকা

বছরের প্রথম ১২ দিনেই রেমিট্যান্স এলো ১.৪৬ বিলিয়ন টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫২, ১৩ জানুয়ারি ২০২৬

চলতি মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৪৬ কোটি ডলারের রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ১৭ লাখ ডলার এসেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, চলতি জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে আসা ১৪৬ কোটি ডলার রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ে আসা ৮৬ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় অনেক বেশি। অর্থাৎ মাত্র এক বছরে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। বিশেষ করে ১২ জানুয়ারি একদিনে প্রবাসীরা ১২ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে মোট ১ হাজার ৭৭২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ২১.১০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। এর আগে, গত ডিসেম্বরে দেশে প্রায় ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার এসেছে, যা চলতি অর্থবছরের মধ্যে এক মাসের হিসাবে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এছাড়া, গত নভেম্বরে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, এবং আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

উল্লেখযোগ্য যে, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধারাবাহিক প্রবৃদ্ধি প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং রেমিট্যান্সের প্রবাহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement