আইসিসি’র সাথে ভার্চুয়াল সভা শেষে বিসিবি যা বললো

আইসিসি’র সাথে ভার্চুয়াল সভা শেষে বিসিবি যা বললো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৮, ১৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো দৃঢ় অবস্থানে রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি ও সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নেওয়া এই সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে বিসিবি জানায়, আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে আয়োজন না করার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে তারা আবারও আইসিসির কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এর আগেও বিসিবি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বা তৃতীয় কোনো দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ বৈঠকেও তারা সেই একই প্রস্তাব ও অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু অনেক আগেই চূড়ান্ত করা হয়েছে, ফলে এখন বড় ধরনের পরিবর্তন আনা বেশ কঠিন। এ কারণে তারা বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র বলছে, এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির নির্বাহী পর্যায়ের বৈঠকে নেওয়া হতে পারে। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঘিরে ক্রীড়াঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement