যে কারণে এনসিপি ছাড়লেন তাসনিম জারা জানালেন নিজেই

যে কারণে এনসিপি ছাড়লেন তাসনিম জারা জানালেন নিজেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৯, ১৩ জানুয়ারি ২০২৬

পুরোনো রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা থেকেই এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এক সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর জবাবদিহিতার কাঠামো খুবই দুর্বল। প্রতিটি স্তরেই জটিলতা রয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন, তাকেই আবার নিয়োগকর্তার কাছে দায়বদ্ধ থাকতে হয়—যা পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সংস্কারের কথা আলোচনায় থাকলেও এ নিয়ে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে যারা রাষ্ট্রক্ষমতায় থাকবেন, তাদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

ডা. তাসনিম জারা বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন প্রত্যাশা করছে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত জনগণ আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাকে দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলীয় পরিচয়ের বাইরে এসে তিনি ঢাকা-৯ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement