দায়িত্ব ছাড়ার এই ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা

দায়িত্ব ছাড়ার এই ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৩, ১১ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সম্পন্ন হলে বিজয়ী রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এরপর তিনি কোন পথে এগোবেন—এ নিয়ে জনমনে নানা কৌতূহল থাকলেও জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে এক বৈঠকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে আকিয়ে আবে নির্বাচন-পরবর্তী সময়ে ড. ইউনূসের ব্যক্তিগত ও পেশাগত পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

এর জবাবে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন শেষে তিনি মূলত তিনটি অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রে কাজ করতে চান।

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার উন্নয়নে তিনি মনোযোগ দেবেন, যাতে দেশের ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী—বিশেষ করে নারীরা—স্বাস্থ্যসেবায় সহজে প্রবেশাধিকার পান। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দূর থেকে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করার পরিকল্পনার কথা জানান তিনি।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরিতে দীর্ঘদিন ধরে যে উদ্যোগ তিনি চালিয়ে যাচ্ছেন, তা আরও বিস্তৃত আকারে অব্যাহত রাখবেন বলে জানান।

তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত ‘থ্রি জিরো’ উদ্যোগের কাজ আগের মতোই চালিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা।

উপ-প্রেস সচিব আরও জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে তিনি সেই সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন।

এ সময় প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের পর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। এই ফাউন্ডেশন মূলত ওশিয়ান রিসার্চ বা সামুদ্রিক গবেষণায় কাজ করে। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement