শাহবাগে লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

শাহবাগে লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৭, ২৮ আগস্ট ২০২৫

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি খালিদ যুগান্তর জানিয়েছেন, লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও জানিয়েছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধের ঘটনায় সেখানে উপস্থিত আরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিআরইউ প্রাঙ্গণে।

এর আগে, সকালেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement