নুরের সঙ্গে দেখা বা কথা নয়, বিশ্রামে থাকার পরামর্শ

নুরের সঙ্গে দেখা বা কথা নয়, বিশ্রামে থাকার পরামর্শ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তার অফিসিয়াল পেজ থেকে একটি জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫২ মিনিটে প্রকাশিত ওই বার্তায় নেতার শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সেখানে বলা হয়, হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পর নুর বাসায় ফিরলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা তাকে আগামী ৪ থেকে ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নাক ও চোয়ালের আঘাতের কারণে শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে এবং চোয়াল কম নাড়ানোর জন্য যতটা সম্ভব কথা না বলার নির্দেশ দিয়েছেন। তবে রাজনৈতিক কর্মী হিসেবে মানসিক দৃঢ়তা থাকায় নুর অনেককে সাক্ষাৎ দেওয়ার চেষ্টা করছেন এবং স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টাও করছেন।

বার্তায় আরও জানানো হয়, আপাতত নুরের সঙ্গে কোনো সাক্ষাৎ বা সরাসরি কথা বলার সুযোগ রাখা হচ্ছে না। তার স্বাস্থ্যের উন্নতির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে। বার্তায় আশা প্রকাশ করা হয়, দ্রুত সুস্থ হয়ে নুর স্বাভাবিকভাবে জনগণের মাঝে ফিরে আসবেন।

এর আগে দীর্ঘ ১৮ দিন হাসপাতালে থাকার পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) নুরুল হক নুর ছাড়পত্র পান। রাজধানীর কাকরাইলে হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে চিকিৎসকদের অনুমতি নিয়ে বিকেলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় নুর জানান, “আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি। পরবর্তী সময়ে অন্য হাসপাতালে গিয়ে চিকিৎসা চালিয়ে যাব।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement