বড় দুঃসংবাদ আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য

বড় দুঃসংবাদ আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে স্পেন। দীর্ঘ ১০ বছর পর ২০১৪ সালের পর প্রথমবারের মতো তারা বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠল। ফ্রান্সও এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে।

অন্যদিকে দুঃসংবাদে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের দল এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে। একইভাবে ব্রাজিলও পিছিয়েছে; পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন ষষ্ঠ স্থানে। তবে পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে।

শীর্ষ দশের র‌্যাংকিংয়ে ইতালি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে উন্নতি করেছে। সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফিরে এসেছে টপ-১০ এ, আর ক্রোয়েশিয়া জায়গা করে নিয়েছে নবম স্থানে।

সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দশ দল হলো: স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং ইতালি।

বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত ১৮৪তম। হাভিয়ের কাবরেরা পরিচালিত দল আগের মতোই আছে আগের জায়গায়। নেপালও অবস্থান ধরে রেখেছে ১৭৬তম স্থানে। বাংলাদেশের এখন লক্ষ্য অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বেশিরভাগ দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে। লাতিন আমেরিকায় বাছাই শেষ হলেও ইউরোপের দলগুলো এখনও মিশনে রয়েছে। উল্লেখযোগ্যভাবে ব্রাজিল ও আর্জেন্টিনা শেষ ম্যাচে যথাক্রমে বলিভিয়া ও ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গেছে। বিপরীতে দুর্দান্ত ফর্মে ছিল স্পেন তারা বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ গোলে হারিয়েছে।

এবারের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছে স্লোভাকিয়া ১০ ধাপ এগিয়ে ২৫.৩১ পয়েন্ট যোগ করেছে তারা। বিপরীতে সবচেয়ে বেশি ৯ ধাপ অবনতি হয়েছে জিম্বাবুয়ের। আর সর্বাধিক পয়েন্ট (২৬.১৮) হারিয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement