স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া

স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিন ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্পিডবোটে চড়ে একদল কিশোর-তরুণ দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়েছে। রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র প্রদর্শনের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

বুধবার দুপুরে অন্তত আটজন তরুণকে স্পিডবোটে অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে সন্ধ্যার দিকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়েছে, তবে এখনো কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

একই রাতে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি ট্রলারে উচ্চস্বরে গান বাজছে। পুলিশ সেখানে উপস্থিত হলে তরুণরা দ্রুত নদীতে ঝাঁপিয়ে সাঁতরে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর-তরুণরা প্রায় চার কিলোমিটারজুড়ে নদীতে মহড়া চালায়।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, “আমাদের পূজা শান্তিপূর্ণভাবে শেষ হলেও প্রতিবছর কিছু কিশোর-তরুণ নদীতে মহড়া দেয়। তবে এবারের মতো প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনা এই প্রথম।”

ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই মত প্রকাশ করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement