সেনানিবাস এলাকায় প্রবেশে বিশেষ নির্দেশনা জারি

Published : ২৩:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত পরীক্ষা।
রাজধানীর ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত কয়েকটি কেন্দ্রে বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন। সেনানিবাসের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিবেচনা করে ওই ৩টি কেন্দ্রের জন্য বিশেষ প্রবেশপথ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনানিবাস এলাকায় অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং মুসলিম মডার্ন একাডেমিতে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে।
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের পরীক্ষার্থীরা প্রবেশ করবেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) গেট অথবা ইসিবি সংলগ্ন পকেট গেট দিয়ে।
অন্যদিকে, মুসলিম মডার্ন একাডেমির পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে কচুক্ষেত সংলগ্ন এমইএস কনভেনশন হলের পাশের পকেট গেট দিয়ে।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন নির্দিষ্ট প্রবেশপথই ব্যবহার করেন—এটি নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি। এর বাইরে কোনো গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে সমস্যার সৃষ্টি হতে পারে।
পিএসসি সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের মোট ২৫৬ কেন্দ্রে এবারের ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী অংশগ্রহণ করবেন, যা এ পর্যন্ত বিসিএস পরীক্ষার ইতিহাসে অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
BD/AN