প্রবাসীদের জন্য ভোটের জন্য আসছে সু-খবর

প্রবাসীদের জন্য ভোটের জন্য আসছে সু-খবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টালবিডি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে একটি ব্যালট পেপার খামে ভরে পাঠানো হবে। এই খামসহ আরও দুটি খাম একত্র করে একটি বড় খামের মধ্যে সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের ঠিকানায়।

ইসি সচিব বলেন, ওই ব্যালট পেপারে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে না। শুধু থাকবে প্রতীক বা সিম্বল। প্রতীকের পাশে নির্দিষ্ট জায়গায় ভোটাররা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে তাদের ভোট প্রদান করতে পারবেন।

প্রবাসীদের ভোট কার্যক্রম কবে থেকে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, বিষয়টি নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সম্পৃক্ত। শিডিউল ঘোষণার পর এটি সমন্বয় করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রবাসীদের মতো দেশের অভ্যন্তরেও যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন অথবা যারা আইনি হেফাজতে আছেন, তাদের জন্য একই ধরনের পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করা হচ্ছে। শুধু সময়ের পার্থক্য থাকবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement