শাপলা প্রতীক থেকে বঞ্চিত হলো এনসিপি

শাপলা প্রতীক থেকে বঞ্চিত হলো এনসিপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় শিক্ষাবিদদের সঙ্গে বসবে কমিশন। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, নারী নেতৃত্ব, পর্যবেক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমদ।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ সংসদ নির্বাচনের জন্য কমিশনের প্রেরিত ১১৫ প্রতীকের তালিকায় শাপলা নেই। তবে নৌকা প্রতীক তালিকায় রয়েছে। তাই এনসিপি নিবন্ধন পেলে বিকল্প প্রতীক চাইতে প্রস্তাব দিয়েছে কমিশন।

এছাড়া ইসি সচিব আরও জানান, সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয় কমিশনের কাছে পাঠিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement