জামায়াত সংগঠিত, কিন্তু ভোটে জয়ের সম্ভাবনা কম: ফখরুল

জামায়াত সংগঠিত, কিন্তু ভোটে জয়ের সম্ভাবনা কম: ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার বিদায়ের পর, অর্থাৎ গত পাঁচ আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামি বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক মিত্র হলেও সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন পদ্ধতি ইস্যুতে দলটির অবস্থান এখন বিএনপির বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াত এখন লাইম লাইটে এলেও সাধারণ মানুষের মধ্যে তাদের প্রভাব এখনও সীমিত। সংগঠন হিসেবে তারা যথেষ্ট শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ হলেও ভোটের মাঠে তাদের এককভাবে জয়লাভের সম্ভাবনা নেই।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কার্যত নিষিদ্ধ অবস্থায় রয়েছে, অন্যদিকে জাতীয় পার্টিও প্রায় নিষ্ক্রিয়। এই প্রেক্ষাপটে জামায়াত একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন মির্জা ফখরুল। তার ভাষায়, “জামায়াত এখন মিডিয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দৃশ্যমান হওয়ার চেষ্টা করছে। তাদের কৌশল হচ্ছে আলোচনায় থাকা এবং যেভাবেই হোক জনমনে জায়গা করে নেওয়া।”

তবে বিএনপি মহাসচিবের মতে, বাস্তবে জামায়াতের প্রতি মানুষের সমর্থন তেমন কোনো নাটকীয়ভাবে বাড়েনি। তিনি বলেন, “আমি সরাসরি মাঠের রাজনীতি করি, মানুষের সঙ্গে চলাফেরা করি, তাদের মনের অবস্থা বুঝতে পারি। আমার কাছে মনে হয়, জামায়াতের প্রভাব খুব বেশি নয়।”

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, জামায়াতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের সংগঠিত কাঠামো এবং পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা। এগুলো নিঃসন্দেহে তাদের জন্য ইতিবাচক দিক, কিন্তু শুধুমাত্র এগুলোর ওপর নির্ভর করে জনগণের ভোটে এককভাবে বিজয়ী হওয়া সম্ভব নয়।

তিনি বৈশ্বিক প্রেক্ষাপটের কথাও টেনে আনেন। তার মতে, পৃথিবীর বিভিন্ন দেশে যেমন দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে, বাংলাদেশেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। তবে তিনি বিশ্বাস করেন, এই প্রচেষ্টা শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে সফল হবে না।

আলাপের একপর্যায়ে বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, সময়মতোই তারেক রহমান দেশে ফিরবেন এবং দলের নেতৃত্ব আরও দৃঢ় করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement