শাপলা জাতীয় প্রতীক নয়, দাবি সারোয়ার তুষারের

Published : ১৪:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা কোনো জাতীয় প্রতীক নয়। আমরা ব্যালটে পানিতে ভাসমান শাপলা মার্কা চাইনি। আমরা স্পষ্ট করে বলেছি—শুধু শাপলা প্রতীক চাই, পানিতে ভাসমান শাপলা নয়।
এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ভোটের ব্যালটে কী থাকবে? আমাদের চাওয়া অনুযায়ী কেবল শাপলা প্রতীক থাকুক।”
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তুষার আরও বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলোচনার ধারা অব্যাহত রয়েছে। আমরা আবারও লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কমিশন এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে, সেটিই আমরা প্রকাশ করতে চাই। নিবন্ধনের আগে আলোচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছিল নতুন করে ১৫০টি প্রতীক অন্তর্ভুক্ত করা হবে। তখন থেকেই শাপলার প্রসঙ্গ আসে। তারা বলেছিল শাপলাকে তালিকায় রাখা হবে। নাগরিক ঐক্যও প্রতীক হিসেবে শাপলা চাইছিল। আলোচনায় বিষয়টি পরিষ্কারভাবেই ছিল।”
তিনি আরও যোগ করেন, “আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করি তখনো শাপলার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। এমনকি জুলাই মাসে সারাদেশে পদযাত্রার সময় মানুষ শাপলার প্রতীক হাতে নিয়ে অংশগ্রহণ করেছে, কারণ তারা জানত এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। কিন্তু এখন নির্বাচন কমিশন বলছে, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, তাই এটি দেওয়া সম্ভব নয়।”
বিডি/এএন