আগামী নির্বাচনেই নির্ধারিত হবে গণতন্ত্রের পথ : সিইসি

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে গণতন্ত্রের পথ : সিইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৬, ৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে অগ্রসর হবে, তা অনেকটাই নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া এবং আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যার দিক থেকে তারা সবচেয়ে বড় বাহিনী হিসেবে মাঠে থাকবে। তাই প্রচলিত ধারা অনুসরণ করে দায়িত্ব পালন করলে হবে না; তাদের আরও দায়িত্বশীল, সচেতন ও আধুনিক চিন্তায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেটি অনেকটাই নির্ভর করছে আগামী নির্বাচনের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের ওপর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন বাংলাদেশ রেখে যেতে চাই, সেই ভাবনা আমাকে সারাক্ষণ ভাবায়। আমি এই দায়িত্বকে শুধুমাত্র একটি চাকরি হিসেবে নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এত সংকটপূর্ণ সময়ে কাজ করতে হলে নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সিইসি। তিনি জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত থাকবেন। প্রবাসী বাংলাদেশি ও কারাগারে থাকা ব্যক্তিদের জন্যও এবার ভোটের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর ‘পোস্টাল ব্যালট অ্যাপ’ চালু করা হবে। যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, তারা এই অ্যাপের মাধ্যমে তাদের ভোট দিতে পারবেন। তাদের ভোটপত্র নির্ধারিত সময়ে বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে সিইসি বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই যাচাই না করে শেয়ার করা এখন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়ানো উচিত নয়।”

তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। কেউ কোনো বিভ্রান্তিকর তথ্য বা ঘটনার মুখোমুখি হলে ওই সেলের সঙ্গে যোগাযোগ করে সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যা হবে শান্তিপূর্ণ, সবার কাছে গ্রহণযোগ্য এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement