গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে বিএনপির ওপর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, এনসিপির অনেক সিদ্ধান্ত, বিশেষ করে সংসদে অংশ নেওয়া বা এমপি হওয়ার বিষয়টি বিএনপির অবস্থানের ওপর নির্ভর করবে। তিনি উল্লেখ করেন, “বিএনপি নেতাদের সম্পর্কে নানা ধরনের কটূ মন্তব্য, তীর্যক বক্তব্য ও অরুচিকর ভাষা ব্যবহার করে তারা যে সম্পর্ক তৈরি করেছে, তাতে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের কী ধরনের সমঝোতা হবে—সেটা বলা মুশকিল।”
তার ভাষায়, “একদিকে তারা বিএনপির সঙ্গে আসন সমঝোতার জন্য বিভিন্ন নেতার বাড়িতে গিয়ে যোগাযোগ রাখছে, আবার অন্যদিকে গণমাধ্যমে গিয়ে ফাঁকা বুলি আওড়াচ্ছে। এই দ্বৈত অবস্থান বেশ বিভ্রান্তিকর।”
জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে সম্ভাব্য জোট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “প্রকৃত অর্থে নির্বাচনী জোট গঠনের বিষয়ে আমাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে আমরা সংস্কার কমিশনের আলোচনাগুলোতে অংশ নিয়েছি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মূলত আলোচনা হয়েছে—কীভাবে বিএনপির সঙ্গে বোঝাপড়ায় যাওয়া যায় এবং রাজনৈতিক সমন্বয় তৈরি করা যায়, কারণ বিএনপি এই প্রক্রিয়ার একটি বড় অংশীদার।”
এছাড়া আসন্ন নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের দিকে। গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়েই হতে পারে বলে প্রায় সব রাজনৈতিক দলের অভিমত। তাই এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”




























