বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, কোম্পানিটি খুব শিগগিরই এক অভূতপূর্ব প্রযুক্তির উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করতে যাচ্ছে।
গত শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
মাস্ক জানান, টেসলার নতুন রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন প্রযুক্তির ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হতে যাচ্ছে। পডকাস্টে উপস্থাপক যখন জানতে চান গাড়িটি কি সত্যিই আকাশে উড়বে, তখন মাস্ক হাস্যরসের সঙ্গে বলেন, “এখনই সব কিছু বলা যাবে না, তবে এটি সম্ভবত আমাদের তৈরি করা সবচেয়ে অবিশ্বাস্য ও উদ্ভাবনী প্রযুক্তিগত পণ্য হতে যাচ্ছে।”
তিনি আরও জানান, নতুন রোডস্টার প্রোটোটাইপের ডেমো সংস্করণ প্রায় সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে উপস্থাপন করা হবে। মাস্ক দাবি করেন, গাড়িটিতে এমন উন্নত প্রযুক্তি সংযোজিত হয়েছে, যা জনপ্রিয় চরিত্র জেমস বন্ডের কল্পনার গাড়িকেও হার মানাবে।
তবে, মার্কিন বাজারে ইলেকট্রিক গাড়ির কর ছাড় বন্ধের প্রস্তাব টেসলার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এ সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কিছুটা কমে যেতে পারে বলে তাদের ধারণা।
এদিকে, ক্যালিফোর্নিয়ার দুটি প্রতিষ্ঠান—আলেফ ও জবি এভিয়েশন—ইতিমধ্যেই উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সি তৈরির পরীক্ষামূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ফলে, প্রযুক্তি দৌড়ে টেসলার নতুন উদ্যোগ এই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর পাশাপাশি, আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের নতুন ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন, যা করপোরেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টেসলার উড়ন্ত গাড়ির এই ঘোষণা শুধু মোটরযান শিল্পেই নয়, বরং পুরো প্রযুক্তি জগতে এক নতুন যুগের সূচনা করতে পারে।


































