ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আনুষ্ঠানিকভাবে ২৩২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি জানান, বিএনপি এবার সারা দেশের বিভিন্ন আসনে যোগ্য ও অভিজ্ঞ নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা আবারও একটি গণতান্ত্রিক নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সংগঠনকে পুরোপুরি সক্রিয় করেছি এবং সারাদেশে কাজ শুরু করেছি। আজকের তালিকা সেই প্রস্তুতিরই অংশ।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিল, তাদের আসনগুলোতে আমরা প্রার্থী দিইনি। এসব আসনে তারা প্রার্থী ঘোষণা করবেন। আমরা তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখব।”
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে। ঠাকুরগাঁও-১ থেকে প্রার্থী হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু লড়বেন সিরাজগঞ্জ-২ আসনে এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোলা-৩ থেকে।
দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোর তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও আশাবাদ দেখা দিয়েছে।
বিস্তারিত আসছে...




























