মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকার সম্ভাবনা: ডিএমটিসিএল এমডি

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকার সম্ভাবনা: ডিএমটিসিএল এমডি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৫, ৩ নভেম্বর ২০২৫

ঢাকার মেট্রোরেল প্রকল্পে সাম্প্রতিক দুর্ঘটনার পর নিরাপত্তা ও নকশা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি সতর্ক করেছেন, মেট্রোরেলের নকশায় কিছু ভুল থাকতে পারে এবং নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের মতো নানা কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে মেট্রোরেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো যাত্রীদের সেফটি নিশ্চিত করা। মেট্রোরেলের নকশায় কোনো ধরনের ত্রুটি থাকলেও তা এখনি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তদন্ত শেষ হলে ত্রুটিগুলো স্পষ্ট হবে।”

তিনি আরও জানান, নতুন পিলার বা প্রকল্প এলাকায় প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। এছাড়া তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছেন যে, পিলারগুলোতে পোস্টারিং বন্ধ করা উচিত এবং সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ডিএমটিসিএল এমডি বলেন, “আমাদের পরিকল্পনা অনুযায়ী এই মেট্রো বিশ্বের সেরা হওয়া উচিত। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা তা নয়। যারা কাজের দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে অনিয়ম ঘটেছে কি না তা আইন অনুযায়ী যাচাই করা হবে। সরকারের তদন্ত শেষ হলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি উল্লেখ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান থেকে এখনও পূর্ণাঙ্গ কাজের ব্যাখ্যা পাওয়া যায়নি। তিন মাস ধরে বারবার নোটিশ দেওয়ার পরও ঠিকাদার থেকে যথাযথ সহযোগিতা আসেনি। আংশিকভাবে কাজ বোঝা গেলেও মেজর ভুলগুলো ঠিক করতে ২ থেকে আড়াই বছরের সময় লাগার কথা ছিল, যা হয়নি। ফলে, দুর্ঘটনায় দায় আসলে ঠিকাদারের।

ফারুক আহমেদ বলেন, লাইন-১ প্রকল্পের প্রকল্প পরিচালক নেই, যা একটি সমস্যা। প্রয়োজনে দ্রুত আরও চার থেকে পাঁচজনকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালামের মৃত্যুতে তিনি জানান, প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ফারুক আহমেদ বলেন, “এটি জীবনের মূল্য হিসেবে নয়, বরং তা প্রাথমিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আবুল কালামের স্ত্রীকে স্থায়ীভাবে সহায়তা দেওয়ার জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। তার যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় পদোন্নতির ব্যবস্থা রাখা হয়েছে। আবুল কালামের স্ত্রী অনার্স শেষ করলে, তার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির ক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ফারুক আহমেদ সবশেষে জানান, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে মেট্রোরেলের নিরাপত্তা ও কার্যক্রম আরও দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রকল্পের নকশা ও পরিচালনায় প্রতিটি ধাপের দায়িত্বশীলতা বাড়ানো হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement