কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) অঘটনের মধ্য দিয়ে শুরু হলো। এই টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল বিশ্ব ক্রিকেটের নামী খেলোয়াড়দের, কিন্তু হোটেল, পারিশ্রমিক ও অন্যান্য খরচ না মেটিয়েই আয়োজকরা হঠাৎ করে শহর ত্যাগ করে চলে যান। এতে করে খেলার আয়োজন সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে।
টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানেরও। ১৫ অক্টোবরের একটি ভিডিওতে তাকে অংশগ্রহণ নিশ্চিত করতে দেখা গেছে। তবে পরবর্তীতে তিনি খেলেছেন কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি। টুর্নামেন্টটি ২৫ অক্টোবর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু শনিবার খেলোয়াড়দের জানানো হয়, কারিগরি কারণে দিনের খেলা বাতিল। এরপর রবিবার সকালে হোটেলে থাকা খেলোয়াড় এবং কর্মকর্তারা জানতে পারেন, আয়োজকরা আগের রাতেই হোটেল ছেড়ে চলে গেছেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনও কোনো বিল পাননি। প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তারা হোটেলে আটকা পড়েছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তা মেলিসা জুনিপার জানিয়েছেন, "আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছেন। হোটেল, খেলোয়াড় বা আম্পায়ারের কোনো বিল পরিশোধ হয়নি।"
শ্রীনগরের হোটেলের এক কর্মকর্তা জানান, "আমরা ১০ দিন আগে ১৫০টি কক্ষ প্রস্তুত করেছিলাম। আয়োজকরা আশ্বাস দিয়েছিলেন, গেইলসহ তারকা খেলোয়াড়দের কারণে পর্যটনও উপকৃত হবে। কিন্তু সকালে দেখলাম তারা হঠাৎ উধাও হয়ে গেছে।"
ক্রিস গেইল ও অন্যান্য খেলোয়াড়ও শনিবারই হোটেল ত্যাগ করেছেন। স্থানীয় ক্রিকেটার ও সাবেক ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল জানিয়েছেন, অনেক বিদেশি খেলোয়াড় হোটেলে আটকা পড়েছিলেন। পরে ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় তারা বাইরে বের হতে সক্ষম হন।
টুর্নামেন্টের আয়োজক ছিল যুবা সোসাইটি মোহালি, সহযোগিতায় জম্মু অ্যান্ড কাশ্মীর স্পোর্টস কাউন্সিল। সরকার সরাসরি এতে যুক্ত ছিল না। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টিকিটের দাম কমানো হলেও দর্শক উপস্থিতি হতাশাজনক ছিল। এই অগোছালো আয়োজন ও হঠাৎ হোটেল ত্যাগের ঘটনায় টুর্নামেন্টটি কার্যত চরমভাবে ব্যর্থ বলে সমালোচনা করা হচ্ছে।

































