আসিফ মাহমুদের পদত্যাগে নিরপেক্ষতা বাড়বে: রাশেদ খান

আসিফ মাহমুদের পদত্যাগে নিরপেক্ষতা বাড়বে: রাশেদ খান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৫, ১০ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ও তরুণ রাজনীতিক রাশেদ খান।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আসিফ মাহমুদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই সরকারের নিরপেক্ষতা আরও বৃদ্ধি পাবে।”

রাশেদ খান লিখেছেন, “আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো। উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা হয়েছে। তবে তার সব দোষ আমি তাকে দেব না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে এবং তাদের বিপ্লবী শক্তি সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ফলে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা।”

তিনি আরও লেখেন, “আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে তার ৭ শব্দের একটি লাইন ইতিহাস বদলে দিয়েছে — ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’। ৬ আগস্টের লং মার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক ছিলেন আসিফ মাহমুদ।”

রাশেদ খান পোস্টের শেষদিকে আসিফ মাহমুদের রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বলেন, “আশা করি, আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে ভবিষ্যতে সচেতনভাবে রাজনীতি করবেন এবং জনগণের নেতা নয়, বরং সেবক হিসেবে কাজ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement