রাষ্ট্র ব্যর্থ হলে রাজপথই ফয়সালা: সাদিক কায়েম

রাষ্ট্র ব্যর্থ হলে রাজপথই ফয়সালা: সাদিক কায়েম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৯, ১১ নভেম্বর ২০২৫

ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) উপ-সভাপতি সাদিক কায়েমের আহ্বান—কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হোন।

সোমবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এমন সরকারকে নিন্দা জানিয়ে জনগণকে একত্রিত হওয়ার আবেদন জানান।

সাদিক কায়েম পোস্টে বলেছেন, “গণহত্যাকারী সন্ত্রাসীরা ঢাকাসহ সারাদেশে নাশকতার ষড়যন্ত্র করছে” এবং বর্তমান সরকার এসব সন্ত্রাসীর মূলোৎপাটনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, যেখানে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে, ইতিহাস সাক্ষী সেখানে রাজপথে আন্দোলন ছাড়া উপায় নেই।

ডাকসু নেতার ভাষ্যে, প্রতিরোধই এখন একমাত্র উপায়। তিনি সকল রাজনৈতিক দল, বিভিন্ন মননশীল ব্যক্তি ও সাধারণ জনগণকে দলের স্বার্থে সীমাবদ্ধ না থেকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। “আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত,”—পোস্টে তিনি আরো উল্লেখ করেন।

সাদিক কায়েম অনুরোধ করেছেন, যেখানে খুঁজেই পাওয়া যাবে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা—ওই সব জায়গায় জনগণকে সংগঠিত করে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন এবং সন্দেহভাজনদের পুলিশের হাতে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন। তার কথায়, “ফ্যাসিবাদ এবং জুলাইয়ে সংঘটিত ছাত্র-শ্রমিক, নারী-পুরুষ ও শিশু হত্যাকারীদের শিকড় উপড়ে ফেলার পূর্ব পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

পোস্টে তিনি আরো বলেন, জনগণকে অধিকতর সচেতন ও সাবধান থাকতে হবে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমাজের প্রতিটি স্তরে উদ্যোগী হতে হবে। তিনি মনে করিয়েছেন, গণপ্রতিরোধ শুধু প্রতিবাদ নয়—এটি ন্যায় ও সাংবিধানিক প্রতিষ্ঠা নিশ্চিত করার একটি উপায়।

সাদিকের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন মতামত সৃষ্টি করেছে। কিছু অংশ এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকে শান্তি ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছেন। ঘটনার সার্বিক প্রেক্ষাপট ও সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement