ধানমন্ডিতে ইবনে সিনাসহ দুই স্থানে ককটেল বিস্ফোরণ

ধানমন্ডিতে ইবনে সিনাসহ দুই স্থানে ককটেল বিস্ফোরণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৪, ১০ নভেম্বর ২০২৫

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ও উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনার পর এবার রাজধানীর ধানমন্ডি এলাকায়ও একই ধরনের বিস্ফোরণ ঘটেছে। সকালে ধানমন্ডির দুটি স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে এবং মাইডাস সেন্টারের সামনের রাস্তায় একসঙ্গে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এতে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে ভোর রাতে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে। পাশাপাশি সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র ভেতর ও সামনে আরও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের ধারণা, এসব ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসূত্র থাকতে পারে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement