বিএনপিতে যোগদানের ঢল: মির্জা ফখরুল
Published : ১৫:৫৪, ১ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিতে যোগদানের ক্ষেত্রে এখন এক ধরনের প্রবল আগ্রহ তৈরি হয়েছে—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, বিএনপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে যেন এক ধরনের হিড়িক পড়ে গেছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল জানান, বিভিন্ন মহল থেকে বিপুল সংখ্যক মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন, এবং এগুলো এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জনগণ এখন বিএনপিকেই এমন রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে, যারা ক্ষমতায় এলে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবে এবং অর্থনীতিকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে সক্ষম হবে।
ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাঁকে আন্তরিক স্বাগত জানানো হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে এই যোগদান বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সারাদেশে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অতীত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পুনর্গঠনে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে রেজা কিবরিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচিগুলো নিয়ে বিএনপি দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে এবং এবার যদি জনগণ সমর্থন দেয়, তাহলে দেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
তিনি স্মরণ করিয়ে দেন, BNP অতীতে তিনবার দেশ পরিচালনা করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল থেকেও দলটির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ। তাঁর দাবি, এই অভিজ্ঞতার ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও উন্নত অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।
রেজা কিবরিয়ার যোগদান উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আগামী দিনের রাজনীতি হবে মেধা, প্রযুক্তি ও আধুনিক চিন্তার ওপর ভিত্তি করে।
বিএনপির ৩১ দফা ঘোষণাও সেই ভাবনা থেকেই তৈরি। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দেশের প্রয়োজন দক্ষ ও মেধাবী নেতৃত্ব, যারা জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থায় প্রকৃত ভূমিকা রাখতে পারে।
তাঁর মতে, এই প্রেক্ষাপটে ড. রেজা কিবরিয়ার দলভুক্তি বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।
বিডি/এএন




























