আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন যে বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে সম্পন্ন হয়েছে।
এর আগে বিচার বিভাগকে আরও স্বাধীন করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়েছিল, যা ছিল চলমান সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিগগিরই হিউম্যান রাইটস কমিশন আইন–এর আরেকটি সংশোধনও কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাতেই দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেন। সেখানে তিনি আরও বলেন, বিচার বিভাগীয় সংস্কারের জন্য যে লক্ষ্য নির্ধারিত ছিল তার প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
আসিফ নজরুল আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচিত যে সরকার ক্ষমতায় আসবে, তারা আন্তরিকতার সঙ্গে এসব সংস্কারমূলক আইন বাস্তবায়ন অব্যাহত রাখলে ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবাধিকার-সম্মত ও আরও সুসংহত গণতান্ত্রিক রাষ্ট্র।




























