আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩৯, ২ ডিসেম্বর ২০২৫

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে আবারও ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার—এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং এর উৎসস্থল ছিল মিয়ানমারের ফালাম এলাকা। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে। বাংলাদেশে বিশেষ করে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে এর কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক ভূমিকম্প তথ্যসংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)–ও তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, ৪.৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারেই।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, ভূমিকম্পটি অনুভূত হওয়ার সময় ছিল রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ড। মাত্রা ৪.৯, গভীরতা ১০৬.৮ কিলোমিটার এবং এর প্রভাব পড়ে মিয়ানমার, উত্তর-পূর্ব ভারত, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের বাসিন্দারা জানান, কম্পন খুব শক্তিশালী ছিল না, স্থায়িত্বও কয়েক সেকেন্ডের বেশি নয়। তবে গভীর রাতে হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় কিছুটা আতঙ্ক তৈরি হয় এবং অনেকেই বাড়ির বাইরে বের হয়ে আসেন।

উল্লেখযোগ্য হলো, আজকের ভূমিকম্পটি চলমান ধারাবাহিকতার অষ্টম ঘটনা। ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্প দিয়ে যে কম্পন শুরু হয়েছিল, তার পর থেকে টানা ছোট ছোট ভূমিকম্প একাধিকবার অনুভূত হচ্ছে দেশে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement