এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ হাদি ফিরবে: আশা আসিফ নজরুলের

এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ হাদি ফিরবে: আশা আসিফ নজরুলের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১০, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঘিরে আবেগময় একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি হাদির ব্যক্তিগত জীবন, মানবিকতা ও সহকর্মীদের প্রতি তার দায়িত্ববোধের কথা তুলে ধরেন।

আসিফ নজরুল লেখেন, সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবেই সবাই ওসমান হাদিকে চেনে। তবে আজ হাদির সহকর্মীদের কাছ থেকে মানুষ হিসেবে তার বিশালতার আরও গভীর কিছু গল্প শুনেছেন তিনি। সেই অভিজ্ঞতা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।

তিনি উল্লেখ করেন, গত দেড় বছর ধরে প্রয়োজনে সহকর্মীদের সঙ্গে খালি কার্পেটে ঘুমিয়েছেন হাদি। কখনো একটি মাত্র বালিশ থাকলে সেটি নিজের জন্য না রেখে পাশে ঘুমিয়ে থাকা সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছেন। এমনকি সহকর্মীদের কাপড় নিজ হাতে ধুয়ে দেওয়ার ঘটনাও রয়েছে।

পোস্টে তিনি আরও লেখেন, যমুনায় অশ্রুসিক্ত কণ্ঠে সহকর্মীরা যখন এসব স্মৃতি তুলে ধরছিলেন, তখন তাদের হৃদয় আরও ভারাক্রান্ত হয়ে ওঠে। সেই সঙ্গে ছিল হাদির বোনের বুকফাটা আহাজারি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে ড. আসিফ নজরুল লেখেন, এত মানুষের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ আমাদের সেই সিংহহৃদয় হাদি আবার ফিরে আসবেন।

উল্লেখ্য, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement