এবার মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

এবার মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩০, ১৩ ডিসেম্বর ২০২৫

তিন দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টাইন ফুটবল কিং লিওনেল মেসি। কিন্তু তার সফরের শুরুটা সুখকর হয়নি। মেসিকে সরাসরি দেখতে না পেয়ে যুবভারতী স্টেডিয়াম এক মুহূর্তে উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়।

দর্শকরা মাঠে অযত্নে তাণ্ডব চালাতে শুরু করেন, ফলে নিরাপত্তার কারণে তাকে বাধ্য হয়ে স্টেডিয়াম থেকে বের করে আনা হয়। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে মেসি যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পল। তবে মাঠে ভিড়ে কার্যত তিনি ঢেকে যান। কিছু সময়ের মধ্যেই ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মাত্র ৭০-৮০ জন দর্শক মেসিকে ঘিরে ধরেন, যেখানে মূলত বিভিন্ন মন্ত্রী ও কর্তা-মহল ছিলেন। অনেকেই তাকে হাঁটার জায়গা পর্যন্ত দিতে ব্যর্থ হন।

নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় মেসিকে সংরক্ষণ করা হয়, তবু গ্যালারি থেকে তাকে দেখা যায়নি। উচ্চ দামে টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল তিনটি জায়ান্ট স্ক্রিন, যেখানে মেসির উপস্থিতি দেখা যেত। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয়ের সময়ও ভিড় ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে ঘোষণা দেন, তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। ১১টা ৫২ মিনিটে আচমকাই মেসিকে বের করে আনা হয়। এরপর গ্যালারিতে টিকিট কিনে এসে মেসি দেখতে না পাওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে হোর্ডিং ভাঙচুর শুরু করেন, চেয়ার ছুড়ে মাটিতে ফেলে দেন এবং বোতল ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন। ধীরে ধীরে ফেন্সিংয়ের গেট ভেঙে মাঠে ঢুকে যান দর্শকরা।

প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও, পরে লাঠি উঁচিয়ে তাদের গ্যালারিতে পাঠানো হয়। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই ফুটবলপ্রেমীরা আবারও মাঠে ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করে। এদিকে মেসি নিরাপদে মাঠ ছাড়েন।

মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না। তবে তিনি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া একাউন্টে মেসি এবং সকল ক্রীড়াপ্রেমীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, স্টেডিয়ামে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং গভীরভাবে উদ্বিগ্ন হওয়ার মতো।

তিনি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটির সভাপতি হবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, সদস্যদের মধ্যে থাকবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব। কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধের সুপারিশ করবে।

মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় সকল ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে দেওয়া হবে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement