কোটা আন্দোলনকারীদের নিয়ে ‘তারা সবাই রাজাকার’—এমন মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন নব্য জামায়াত নেতা মেজর আক্তারুজ্জামান।
একটি টকশোতে দেওয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
টকশোতে অংশ নিয়ে মেজর আক্তারুজ্জামান দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের পেছনের ‘ব্যাকগ্রাউন্ড’ খুঁজলেই সবকিছু পাওয়া যাবে। তার এই বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মন্তব্যের মিল রয়েছে বলে সমালোচকরা উল্লেখ করছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক বক্তা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আমাকে ওই টকশোতেই রাজাকার বলা হয়েছিল। শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছিলেন, একই ভাষায় কথা বলেছেন এই নব্য জামায়াত নেতা। তাহলে কি শেখ হাসিনাও জামায়াতে জায়গা পাবেন?”—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, এই বক্তব্যে তিনি অবাক নন, বরং ব্যথিত। তার মতে, জামায়াতের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মীও আহত হয়েছেন। “ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে সমাজের নিকৃষ্ট মানুষদের দলে জায়গা দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী,”—বলেন তিনি।
এদিকে, মেজর আক্তারুজ্জামানকে দলে রাখা হবে নাকি বাদ দেওয়া হবে—এ নিয়ে জামায়াতের অবস্থান কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।



























