গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনের শিকার এক মা তার অধিকার ও নিরাপত্তার জন্য প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়েছেন।
অভিযোগ উঠেছে, ছেলে খলিল (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার জন্য নিয়মিতভাবে মা খোদেজা বেগমকে (৬৫) শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিচ্ছিল।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে টাকা দিতে না পারায় খলিল আবারও মা শারীরিকভাবে নির্যাতন করলে, অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার প্রার্থনা করেন।
ক্ষুব্ধ প্রতিবেশীরা ঘটনার জবাবে খলিলকে আটক করে তাকে শাস্তি হিসেবে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে এবং মারধর করে। খোদেজা বেগম বলেন, তিনি চান না ছেলের ওপর শাস্তি হয়, বরং তিনি চাইছেন সে সুস্থ হোক, মাদক ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
স্থানীয়রা জানাচ্ছেন, খলিলের এই মাদকাসক্তি দীর্ঘদিন ধরে চলছিল এবং এর ফলে পরিবারে মানসিক ও শারীরিক চাপে থাকা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা উল্লেখ করেছেন, মাদকাসক্তদের জন্য শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা অতীব জরুরি। পাশাপাশি প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির আহমেদ জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। তিনি বলেন, আইন নিজের হাতে নেওয়া যাবে না। মাদকাসক্ত যুবক ও স্থানীয়দের উভয় পক্ষের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান ও মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।



























