বিদেশগামী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বিদেশগামী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২০, ১৩ ডিসেম্বর ২০২৫

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ ও সুরক্ষিত করার লক্ষ্যে চালু হওয়া অনলাইন অ্যাপোস্টিল সেবায় সম্প্রতি জালিয়াতির ঘটনা দেখা দিয়েছে।

এই সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও সনদ অনলাইনে সত্যায়ন করতে পারেন, যা সময়, অর্থ ও শ্রমের বড় সাশ্রয় করে। তবে কিছু অসাধু চক্র সরকারি ব্যবহৃত ডোমেইনের অনুরূপ জাল ডোমেইন ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে।

এটুআই (a2i) প্রোগ্রামের পক্ষ থেকে শনিবার (১৩ ডিসেম্বর) জানানো হয়েছে, ইতিমধ্যেই দুটি জাল সনদপত্রসহ ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যেগুলি হলো: https://apostillemygovbd.news/.application-details/.7020251029 এবং https://apostille-mygovbd.com/। পূর্বে দুটি জাল ডোমেইন—https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/—ও বন্ধ করা হয়েছে।

এ ধরনের প্রতারণা নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়ার স্বাভাবিক কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই এটুআই জনগণকে সতর্ক করে দিয়েছে, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট https://www.mygov.bd/ ব্যবহার করুন এবং কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকুন।

এছাড়াও, প্রতারণা বন্ধ করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দেশের নাগরিকদের নিরাপদ ও স্বচ্ছ অনলাইন সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য এটুআই বার্তা জারি করেছে।

সংক্ষেপে বলা যায়, অনলাইন অ্যাপোস্টিল সেবা নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করলেও, জালিয়াতি প্রতিরোধের জন্য সর্বদা সতর্ক থাকা জরুরি এবং একমাত্র সরকারি সাইট ব্যবহার করাই নিরাপদ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement