প্রথম বাংলাদেশি ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম

প্রথম বাংলাদেশি ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪১, ১৩ ডিসেম্বর ২০২৫

ব্রডকাস্ট ও ডিজিটাল মিডিয়া খাতে আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম।

যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) থেকে সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) সার্টিফিকেশন অর্জন করে তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এই বিশ্বস্বীকৃতি লাভ করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এই সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে চলতি বছরের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এসবিই-এর সিবিটি পরীক্ষায় অংশ নেন সালাউদ্দিন সেলিম।

বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেশন অর্জনের জন্য এসবিই কর্তৃক আয়োজিত কঠোর ও বহুমাত্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, যা আন্তর্জাতিক মানদণ্ডে একজন ব্রডকাস্ট পেশাজীবীর জ্ঞান ও দক্ষতার প্রমাণ বহন করে।

নিজের অনুভূতি প্রকাশ করে সালাউদ্দিন সেলিম বলেন, এসবিই-এর সিবিটি পরীক্ষা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। এই পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে ব্রডকাস্ট টেকনোলজি ছাড়াও নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সিস্টেম, ব্রডকাস্ট নীতিমালা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়।

তিনি আরও জানান, এই সার্টিফিকেশন অর্জনের ফলে আন্তর্জাতিক পর্যায়ে ব্রডকাস্ট সেক্টরে কাজের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং পেশাগত পরিচয়ের বিভিন্ন মাধ্যমে—ভিজিটিং কার্ড, ইমেইল ও অনলাইন প্ল্যাটফর্মে—এসবিই-এর লোগোসহ সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) উপাধি ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ। এমন আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেশের ব্রডকাস্ট ও ডিজিটাল মিডিয়া প্রযুক্তিকে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতে সহায়ক হবে।

উল্লেখ্য, সিবিটি হলো যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই)-এর একটি টেকনিক্যাল সার্টিফিকেশন, যা বিশ্বজুড়ে ব্রডকাস্ট, মিডিয়া, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন ও ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে অত্যন্ত মূল্যায়িত।

এই সার্টিফিকেশন প্রমাণ করে যে একজন পেশাজীবী আন্তর্জাতিক মান অনুসারে তার জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা সফলভাবে উপস্থাপন করতে পেরেছেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এসবিই আগামী ২০২৫ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রদান কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে বিশ্বের হাজারো ব্রডকাস্ট পেশাজীবী এসবিই-এর সার্টিফিকেশনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত করেছেন।

প্রসঙ্গত, সালাউদ্দিন সেলিম গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আটটিরও বেশি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকল্প, দশটির বেশি মাল্টিমিডিয়া প্রোডাকশন ও প্ল্যাটফর্ম, একটি এফএম রেডিও ব্রডকাস্ট প্রকল্প, ছয়টির বেশি আইপি টিভি প্ল্যাটফর্ম নির্মাণ এবং পাঁচটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পাশাপাশি তিনি বিভিন্ন ব্রডকাস্ট, আইপিটিভি, ডেটা-ড্রিভেন মিডিয়া ও মাল্টিমিডিয়া প্রযুক্তিভিত্তিক প্রকল্পেও কাজ করেছেন।

এছাড়াও, ২০০৭ সালে তিনি বাংলাদেশের প্রথম আইপি টিভি এবং আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি ডেভেলপ করেন, যা দেশের মিডিয়া প্রযুক্তিতে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত।

একই সঙ্গে সালাউদ্দিন সেলিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিডিয়া প্রতিষ্ঠান ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ নানা প্রতিষ্ঠানে ব্রডকাস্ট, মাল্টিমিডিয়া ও ডিজিটাল মিডিয়া বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement