কারা সেই তিনজন, যাদের ধরিয়ে দিতে জনগণের প্রতি জুমার আহ্বান

কারা সেই তিনজন, যাদের ধরিয়ে দিতে জনগণের প্রতি জুমার আহ্বান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৪, ১৩ ডিসেম্বর ২০২৫

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

গুলিবিদ্ধ অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

ওই ছবিতে তিনি তিনজন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই তিনজনকে যেকোনো মূল্যে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এ কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, বাংলাদেশের জনগণই ইনকিলাবের কর্মী। আপনারাই এই দায়িত্ব হাতে নিন। প্রশাসন যেখানে আমাদের আপডেট দেওয়ার কথা, সেখানে উল্টো আমাদের কাছেই তথ্য চাইছে—এটি অত্যন্ত হতাশাজনক।

এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা দাবি করেছেন, যারা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তারা প্রায় দুই সপ্তাহ আগে তার নির্বাচনী প্রচারণা টিমে যুক্ত হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে এবং তাদের একজন গুলি চালায়। যদিও তারা কয়েকদিন প্রচারণায় সক্রিয় ছিল, মাঝেমধ্যে তাদের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও লক্ষ্য করা গেছে।

এখন পর্যন্ত হামলার প্রকৃত উদ্দেশ্য কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement