দেড় যুগ পর কেন্দ্রীয় কার্যালয়ে এলেন তারেক রহমান

দেড় যুগ পর কেন্দ্রীয় কার্যালয়ে এলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৫

প্রায় দেড় দশক পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তাঁর এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা ও আগ্রহ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় সেখানে আগে থেকেই জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এর আগে দুপুরে গুলশানের বাসা থেকে রওনা দেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওই সময় সীমিত পরিসরে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

নিরাপত্তার বিষয়টিও ছিল বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অবস্থান নেয় এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর তারেক রহমানের নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগমন উপলক্ষে পুরো এলাকা সাজানো হয় ব্যানার, ফেস্টুন ও বড় বড় বিলবোর্ডে। দলীয় কর্মসূচি ও নেতার উপস্থিতিকে ঘিরে নয়াপল্টন এলাকায় ছিল ব্যাপক প্রস্তুতি ও নজরদারি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement