এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ।

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০০, ২৯ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে  নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্যসচিব।

দলীয় সূত্র জানায়, এ বিষয়ে বিস্তারিত কথা বলতে সন্ধ্যায় এনসিপির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তার আনুষ্ঠানিক যোগদান ও রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। পদত্যাগের পরই তিনি ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানকে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংযোজন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে চলমান রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষাপটে তার এই সিদ্ধান্ত এনসিপির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement