গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ সংসদীয় আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। এবার এই আসন থেকেই নির্বাচনী লড়াইয়ে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
ফলে ভোটার ও রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—ঢাকা–১৭ আসনটি আসলে কোন কোন এলাকা নিয়ে গঠিত।
ঢাকা–১৭ আসন মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। পরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নেন এবং এরপর গুলশানের বাসভবনে যান।
এরপর ২৬ ডিসেম্বর তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। একই দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরদিন ২৭ ডিসেম্বর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন।


































