১১ দলীয় জোটের আসন নিয়ে যা বললেন জামায়াতের আমির

১১ দলীয় জোটের আসন নিয়ে যা বললেন জামায়াতের  আমির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৬, ১২ জানুয়ারি ২০২৬

আগামী দু–এক দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে একটি স্পষ্ট চিত্র সামনে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী সংস্কারের পক্ষে এবং দেশের জনগণও সংস্কার প্রত্যাশা করে। তার ভাষায়, বিচার বিভাগ অবশ্যই পূর্ণ স্বাধীন হতে হবে, তবে সেই স্বাধীনতার পাশাপাশি জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত থাকতে হবে।

ক্ষমতায় এলে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের সব শান্তিকামী ও গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে এবং জামায়াত কোনো নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি একতরফাভাবে ঝুঁকতে চায় না।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে মা-বোনদের সমর্থন প্রধানত জামায়াতের দিকেই থাকবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, জামায়াত নারীদের বিষয়গুলো নিয়ে সচেতন এবং মায়েরা তাদের নিজস্ব বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, যেমনটা নেবেন ভাইয়েরাও। এক্ষেত্রে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার সম্পর্ক বজায় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তরুণ ভোটারদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজ বিশ্বাস করে জামায়াতে ইসলামী তার দেওয়া অঙ্গীকার রক্ষা করবে। তার মতে, এই বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে।

জনগণের ওপর শতভাগ আস্থা প্রকাশ করে জামায়াত আমির বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে।

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি দেশের গণমাধ্যমকে কোনো দলের পক্ষে বা বিপক্ষে পক্ষপাতদুষ্ট আচরণ না করে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement