ভারতের ম্যাচে আম্পায়ার সৈকত, ব্যাখ্যা দিলো বিসিবি

ভারতের ম্যাচে আম্পায়ার সৈকত, ব্যাখ্যা দিলো বিসিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৫, ১২ জানুয়ারি ২০২৬

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তৈরি বিতর্ক এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার মধ্যে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভারত মাটিতে দায়িত্ব পালন করছেন।

রোববার (১১ জানুয়ারি) ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে তিনি টেলিভিশন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এ খবরের পর ক্রিকেট মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে বিসিবি ভারত সফরকে অনিরাপদ বলে মনে করছে, সেখানে কীভাবে বিসিবির একজন কর্মকর্তা সেখানে ম্যাচ পরিচালনা করতে পারেন? বিষয়টি স্পষ্ট করেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।

তিনি সংবাদমাধ্যমকে জানান, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনুমতি বা অনাপত্তি পত্র (এনওসি) প্রয়োজন হয়নি। কারণ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলের চুক্তিবদ্ধ আম্পায়ার।

ইফতেখার রহমান বলেন, "সৈকত আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ, বিসিবির সঙ্গে নয়। আমাদের চাকরির শর্ত অনুযায়ী, আইসিসির দায়িত্ব থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবে বিসিবি থেকে ছুটি পাবেন। এখানে অনুমতি দেওয়ার বা না দেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই।" তিনি আরও জানান, সৈকত কয়েকটি বিপিএল ম্যাচ পরিচালনার পর বর্তমানে আন্তর্জাতিক দায়িত্বে ভারতে অবস্থান করছেন।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আরও একজন আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিবির আপত্তি থাকলেও, আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement