দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে এ কে এম ফজলুল হকের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন তার আবেদন নামঞ্জুর করে। এদিনই ছিল আপিল শুনানির তৃতীয় দিন।
এর আগে, গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীন ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এ কে এম ফজলুল হক উল্লেখ করেন যে, তিনি আগে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন। হলফনামায় তিনি দাবি করেন, গত ২৮ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, হলফনামায় নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ থাকলেও এর পক্ষে কোনো প্রামাণ্য নথি জমা দেওয়া হয়নি। এই নথির ঘাটতির কারণেই মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা আপিলেও বহাল থাকল।

































