তাহসান-রোজার ঘর ভাঙার রহস্য ফাঁস

তাহসান-রোজার ঘর ভাঙার রহস্য ফাঁস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৬, ১২ জানুয়ারি ২০২৬

জনপ্রিয় গায়ক তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই শেষ হওয়ার পথে। এই খবরটি তাদের ভক্ত এবং শোবিজ মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সেই বিশেষ দিনটি ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উদযাপন এবং ছবি সংক্রান্ত বিভ্রান্তির কারণে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। পরে সেই বিভ্রান্তি দূর করতে এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে স্পষ্ট করতে তাহসান নিজেই মুখ খুলেন।

তাহসান-রোজার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর অনুরাগীদের প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ কী। গায়ক খুব বেশি কিছু প্রকাশ না করলেও জানা গেছে, তাদের দুজনের জীবনধারা এবং প্রত্যাশার মধ্যে পার্থক্য বিবাহের পরই স্পষ্ট হয়ে ওঠে। তাহসান আগের চেয়ে বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবন পছন্দ করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে কম সক্রিয় রাখার এবং বিনোদন অঙ্গন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন, যাতে সংসারকে প্রাধান্য দেওয়া যায়।

অন্যদিকে, রোজার পরিচিতি এবং সামাজিক পরিসর বিবাহের পর আরও বেড়ে যায়। তিনি এই নতুন বাস্তবতাকে উপভোগ করছিলেন। এই ভিন্ন মানসিকতা এবং জীবনধারার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

ঘনিষ্ঠ মহলের তথ্য অনুযায়ী, শুরুতে তারা এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে একসময় মতের অমিল স্পষ্ট হয়ে ওঠে এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে দুজনই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, তারা গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন। গত বছরের শেষ দিকে তাহসান নিজে ডিভোর্সের জন্য আবেদন করেন। বিচ্ছেদের আবেদন প্রক্রিয়া অনুযায়ী কার্যকর হবে আগামী মাসে, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে।

রোজা পেশাগতভাবে একজন মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ব্রাইডাল মেকআপে কাজ করেছেন এবং বর্তমানে নিউইয়র্কে নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement