প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার সময় আমার হাত-পা কাঁপছিল
Published : ১৭:২০, ১২ জানুয়ারি ২০২৬
টলিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ও আত্মবিশ্বাসী ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছেন।
ভক্তদের একাংশ মনে করছেন, ব্যক্তিগত ইমেজে তিনি যতটা সাহসী ও আধুনিক, পর্দায় ততটা বোল্ড চরিত্রে এখনও তাকে দেখা যায়নি। তবে এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী নিজেই এবং ইঙ্গিত দিলেন ভবিষ্যতে ভিন্নধর্মী দৃশ্যে অভিনয়ের সম্ভাবনার।
একটি পডকাস্ট অনুষ্ঠানে অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে কথোপকথনের সময় শ্রাবন্তী জানান, বোল্ড বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে তার অভিজ্ঞতা ও ভাবনার কথা। তিনি বলেন, ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার সময় তার ভীষণ নার্ভাস লাগছিল। “আমার হাত-পা কাঁপছিল। তবে প্রসেনজিৎদা আমাদের সবার অভিভাবকের মতো। তিনি আমাকে এত সুন্দরভাবে গাইড করেছিলেন যে ধীরে ধীরে ভয় কেটে যায়,” বলেন শ্রাবন্তী।
অভিনেত্রী আরও স্পষ্ট করেন, এখনও পর্যন্ত তিনি প্রকৃত অর্থে কোনো বোল্ড দৃশ্যে অভিনয় করেননি। তার মতে, বাণিজ্যিক ছবির কাঠামোতেই সাধারণত এ ধরনের দৃশ্য থাকে না। তবে বিষয়টি পুরোপুরি নাকচও করে দেননি তিনি। শ্রাবন্তীর ভাষায়, “যদি কোনো রিয়েলিস্টিক সিনেমার গল্প অনুযায়ী এমন দৃশ্যের প্রয়োজন হয়, এবং সেটি খুব সংবেদনশীল ও টেকনিক্যালভাবে সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে আমি তা করতে প্রস্তুত।”
তিনি জোর দিয়ে বলেন, কোনো দৃশ্য শুধুমাত্র চমক তৈরির জন্য নয়, বরং গল্পকে আরও শক্তিশালী করতে প্রয়োজন হলেই তা গ্রহণযোগ্য। “প্রেক্ষাপটটা যদি ঠিক থাকে, চরিত্রের দাবি অনুযায়ী হয় এবং আমাকে বিশ্বাসযোগ্যভাবে বোঝানো যায়, তাহলে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার আপত্তি নেই,” বলেন শ্রাবন্তী।
এই বক্তব্যের মাধ্যমে শ্রাবন্তী চ্যাটার্জি তার আসন্ন কাজগুলোতে নতুন ধরনের চরিত্র ও অভিনয়-পরিসরের দিকে এগোনোর ইঙ্গিত দিলেন। তার এই মন্তব্য ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনই তার স্পষ্টবাদিতা, পেশাদার মানসিকতা এবং সাহসী অবস্থানের প্রশংসা করছেন।
বিডি/এএন

































