মুস্তাফিজ কে বাদ দিয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব আইসিসির

মুস্তাফিজ কে বাদ দিয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব আইসিসির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৬, ১২ জানুয়ারি ২০২৬

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই প্রেক্ষাপটে, মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ রাজি নয় বলে জানিয়েছে বিসিবি।

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসিকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং এখন আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করা হচ্ছে। এ সময় তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা সংশ্লিষ্ট একটি দল থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কয়েকটি আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, তিনটি নির্দিষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

তার ভাষ্য অনুযায়ী, প্রথমত মোস্তাফিজ যদি বাংলাদেশ দলের সদস্য হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত থাকেন। দ্বিতীয়ত বাংলাদেশ দলের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাফেরা করেন। এবং তৃতীয়ত ভারতে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে এর আগে দাবি জানানো হয়েছিল, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজন করা হোক। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, ভারতের কলকাতা ভেন্যু থেকে টাইগারদের ম্যাচ সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব আইসিসি দিতে পারে।

এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ভারত কিংবা আইসিসির পক্ষ থেকে যদি এ ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয়, তবে তা গ্রহণ করবে না বাংলাদেশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement