নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি বিমানবন্দর থেকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি বিমানবন্দর থেকে আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৯, ১৬ জানুয়ারি ২০২৬

নি‌ষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল আনুমানিক পৌনে ৩টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে শাহিন শেখকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং তিনি মৃত লোকমান শেখের সন্তান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০২২ সালের মার্চ মাসে শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হলো।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement