দুর্বার-এ সজলের প্রথম ঝলক, বাড়ছে দর্শকদের কৌতূহল

দুর্বার-এ সজলের প্রথম ঝলক, বাড়ছে দর্শকদের কৌতূহল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩২, ১৬ জানুয়ারি ২০২৬

আসন্ন সিনেমা দুর্বার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নির্মাতার ফেসবুক ওয়ালে প্রকাশ করা হয়েছে  আব্দুন নূর সজলের ফাস্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ঘিরে দর্শকদের কৌতূহল ও আগ্রহ চোখে পড়ার মতো।

ফাস্ট লুক পোস্টারে সজলকে দেখা গেছে গম্ভীর ও রহস্যময় এক আবহে। তার দৃষ্টিভঙ্গি ও উপস্থিতি থেকেই বোঝা যায়, সিনেমাটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ও জটিল চরিত্রে অভিনয় করছেন। পোস্টারের ভিজ্যুয়াল টোন ছবির থ্রিলার ঘরানার ইঙ্গিত দিচ্ছে, যা দর্শকদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।

দুর্বার একটি মার্ডার মিস্ট্রি থ্রিলারধর্মী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও নির্মাণের ধরন ও গল্প নির্বাচনের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন আব্দুন নূর সজল ও অপু বিশ্বাস।

এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, দুর্বার-এ তাকে দর্শক একেবারে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন। গল্পে রহস্য, থ্রিলের পাশাপাশি সম্পর্কের জটিলতাও তুলে ধরা হবে বলে ইঙ্গিত মিলেছে।

সিনেমার গল্প ও চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে ফাস্ট লুক পোস্টার এবং নির্মাতাদের বক্তব্যে ধারণা মিলছে, এটি প্রচলিত ধারার বাইরের একটি থ্রিলার হতে যাচ্ছে।

ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন লোকেশনে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দুর্বার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সজলের ফাস্ট লুক প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষা যেন আরও বাড়িয়ে দিল নির্মাতা দল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement