দেশবাসীর কাছে শহীদ ওসমান হাদির স্ত্রী যা চাইলেন

দেশবাসীর কাছে শহীদ ওসমান হাদির স্ত্রী যা চাইলেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৬, ১৬ জানুয়ারি ২০২৬

দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা রাষ্ট্রের প্রতি পুনরায় তার স্বামীর হত্যার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন।

পোস্টে রাবেয়া ইসলাম শম্পা লেখেন, রাষ্ট্রের কাছে তার এবং তার সন্তানের একমাত্র প্রত্যাশা হলো—শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

তিনি আরও উল্লেখ করেন, পার্থিব কোনো চাওয়া-পাওয়ার চেয়েও তার কাছে সবচেয়ে বড় দাবি হলো ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement