হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না
Published : ২৩:৫৪, ১৬ জানুয়ারি ২০২৬
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
বার্তায় তিনি জানান, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় দলটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে গ্রেপ্তার হওয়ার পর কারাবন্দি অবস্থায়ও তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। তখন চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদ্যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছিল।
বিডি/এএন
































