নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানে পৃথকভাবে এই কমিশনের কথা উল্লেখ রয়েছে এবং এর স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সংবিধান অনুযায়ী সব মহলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার নির্দেশনা রয়েছে। এমনকি রাষ্ট্রপতিও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবেন—এমন বিধান স্পষ্টভাবে উল্লেখ আছে। এসব কারণেই নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা ছাড়া বাস্তবে আর কোনো বিকল্প আমাদের নেই।
তিনি জানান, এখন পর্যন্ত তাদের আপিল সংক্রান্ত প্রায় ৪০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫টি আপিল নির্বাচন কমিশন নিজেরাই শুনে মঞ্জুর করেছেন। পাশাপাশি হাইকোর্ট থেকে তিনটি আপিল ফেরত পাওয়া গেছে। বর্তমানে আরও তিনটি আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুয়েকটি ব্যতিক্রম ছাড়া যেসব মনোনয়ন বাতিল হয়েছিল, সেগুলোর প্রায় সবই ফিরে আসবে। জাতীয় পার্টির প্রার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
তবে নির্বাচন পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ডের তীব্র সংকট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের ভেতরেই হাতাহাতির ঘটনা ঘটেছে, করিডরেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের রাস্তায় পুলিশের উপস্থিতিতেও চরম হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনায় পুলিশ কার্যত কর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। তার মতে, নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু কমিশন ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব তাদেরই। যেখানে একটি কমিশন অফিস এখনো পুরোপুরি নিরাপদ নয়, সেখানে সারাদেশে নির্বাচন কীভাবে নিরাপদভাবে অনুষ্ঠিত হবে—সে প্রশ্ন থেকেই যায়।
এই প্রেক্ষাপটে তিনি বলেন, এখনো সরকার ও নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্তভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেনি। প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, কিন্তু বাস্তবে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির বলে তিনি মন্তব্য করেন।




























